Khoborerchokh logo

রংপুরে অঘোষিত লকডাউনের ২০তম দিন ও ত্রানের দাবীতে সড়ক অবরোধ 146 0

Khoborerchokh logo

রংপুরে অঘোষিত লকডাউনের ২০তম দিন ও ত্রানের দাবীতে সড়ক অবরোধ

রংপুর ব্যুরো 
আজ অঘোষিত লকডাউনের ২০তম দিন অতিবাহিত হতে চলেছে রংপুুুর বিভাগের  প্রধান সড়কে জানবাহন নাই বললেই চলে।
মাঝে মধ্যে রিস্কা ও ভ্যান গারী চলা চল করতে দেখা গেছে পথচারীদের সংখ্যা অনেক কম  প্রায় সব দোকান বন্ধ থাকলেও ম্যেডিসিন ও রংপুরের পৌরবাজার খোলা  রয়েছে এখানে মানুষের নিত্যপ্রয়োজনিয় জিনিষ পত্র মাছ মাংস ও কাচা মালামাল ক্রয়  করতে কিছুটা ভীর লখ্য করা গেছে। 
আপর দিকে আজ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত
রংপুরে তাজহাট আনছাড়ী মোরে ও গলাকাটা মোরে সাধারণ মানুষ ও দিনমজুর রাস্তা অবরোধ করে খাদ্যের দাবীতে মহাসড়ক আবরোধ করে   ও তারা ভাত চাই খাবার চাই বলে বিভিন্ন শ্লোগান দিতে দেখাগেছে এছাড়াও লালবাগ রেলওয়ে ঘুমটি ঘরে রেলওয়ে  বস্তীর প্রায় পাঁচসত  নারী ও শিশু খাদ্যের দাবিতে  লালবাগ মহাসড়ক অবরোধ করে রাখে  তাদের বক্তব্য আমরা সরকারের লকডাউন মানি কিন্তু আমাদের ঘড়ে কোন খাবার নাই ও কর্ম নাই  আমাদেরকে আজ পর্যন্ত কোন ত্রান সাহায্য প্রধান করা হয় নাই  বলে অভিযোগ করেন ও যার কারণে তারা   খাদ্যের দাবীতে ঘড়ের বাহিরে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন বলে জানান।  
পরবর্তী  মেট্রপলিটন
  কোতয়ালী থানার পুলিশ এসে পরিস্তিতি শান্ত করেন ও তাদের বিষয়টি রংপুর সিটি মেয়র ও প্রশাসন কে জানানো হয়েছে বলে জানান। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com